শাহআলম সরকার কালিয়াকৈর প্রতিনিধি. গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার সকালে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে লতিফপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কম্বল বিতরন করা হয়েছে। এছারা ১-৯নং ওয়ার্ডবাসীর মাঝে দিনব্যাপি ৫হাজার পরিবারকে কম্বল বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর-রশিদ, কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কমকর্তা জাহিদুল আলম তালুকদার, যুব দলের সভাপতি হযরত আলী মিলন, পৌর ছাত্রদলের সভাপতি আমজাদ হোসেন, ২নং ওয়ান্ড কাউন্সির ফারুক হোসেন। মেয়র মজিবুর রহমান বলেন, শীতের শুরুতেই আমার ব্যক্তিগত উদ্যোগে ১-৯ নং ওয়ার্ডবাসীর মাঝে একযোগে পাঁচ হাজার পরিবারকে কম্বল বিতরণ করা হল। আগামীতে সরকারিভাবে শীতবস্ত্র আসলে ওগুলো আপনাদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া দেশে এখনো করোনার ভাইরাসের প্রভাব রয়েছে এ কারণে এখনও মানুষগুলো অসহায় ভাবে জীবন-যাপন করছে। তাই যাতে করে আমার দরিদ্র পৌরবাসী কিছুটা শীতের হাত থেকে রক্ষা পাই। সেই উদ্দেশ্যই আমার ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্র, দুস্থ-অসহায়,প্রতিবন্ধী, নিম্ম আয়ের শ্রমিকসহ ১২শ্রেণীর দরিদ্রদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কর হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, শিক্ষক হাসেম, শিক্ষক আনন্দকুমার, নাছির খন্দকারসহ ২নং ওয়ার্ডবাসী। পরে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।