নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকা থেকে মোস্তফা হাওলাদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । সকালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে কুমিল্লার লাকসাম উপজেলার পুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে ও ডিপ টিউবয়েলের ঠিকাদার।
পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশেক ইমরান জানান, গতকাল সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে সে রাতে আর বাড়ি ফেরেনি। আজ সকালে গলাচিপা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মগে পাঠায়।