বন্দরে কৃষি জমিতে ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার স্মারকলিপিটি পেশ করেন এলাকাবাসী। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ি, নয়ামাটি , ধামগড়, মদনপুন, মালামত ও চৈড়ারবাড়ি গ্রামের পাঁচশতাধিক লোক এতে স্বাক্ষর করেন।
এলাকাবাসী জানান, ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ি এলাকায় বুনিয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে সাউদ বাড়ি সংলগ্ন কৃষি জমিতে ইটভাটা নির্মাণের পায়তাঁরা করছে একটি প্রভাবশালী চক্র। প্রায় ২০/২৫ বিঘা ফসলি জমি নষ্ট করে ইতিমধ্যে ইটভাটা নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এলাকাবাসী শ্রমিকদের কাছে জানতে পেরেছেন, ধামগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আইয়ূব আলীসহ কয়েকজন ইটভাটাটি নির্মাণ করছেন। ইটভাটা চালু হলে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপর বিপর্যয় নেমে আসবে। সেই সাথে শ^াসকষ্টসহ নানা রোগ বালাইয়ে আক্রান্ত হবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার মানুষ।