নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে নৌকাডুবিতে ১৫ কিশোরীসহ ১৮ জন মারা গেছে। বাউচি রাজ্যের বুজি নদীতে শুক্রবার এ পাড় থেকে ওপাড়ে যাত্রী পারাপারের সময়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র আহমেদ মোহাম্মদ ওয়াকিল এক বিবৃতিতে এ কথা জানান।
তিনি বলেন, নদী থেকে লাশ হাসপাতালে নেয়া হয়েছে। একজন ডাক্তার ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নদী থেকে পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, আফ্রিকার জনবহুল এ দেশে নৌদুর্ঘটনা খুবই সাধারণ ঘটনা। অতিরিক্তি যাত্রী বোঝাই, নিরাপত্তা নীতি লংঘন এবং খারাপ আবহাওয়া এসব দুর্ঘটনার অন্যতম কারণ।