ঢাকা-১৮ আসনের নির্বাচনে বিএনপি নিয়মিত গণসংযোগ, মিছিল, মিটিং, শোডাউন করেছে। মির্জা ফখরুল ইসলাম যা বলেছেন সব মিথ্যা বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। মঙ্গলবার বিকেলে, দলীয় সভাপতির কার্যালয়ে বিএনপি মহাসচিবের নির্বাচন নিয়ে দেয়া মন্তব্যে প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপি মহাসচিব লাগাতার মিথ্যাচার ও বাকচাতুর্যর মাধ্যমে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন। এবারো একই পথে হাঁটছে বিএনপি। মনগড়া বানোয়াট তথ্য নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা তাদের নিয়মিত অভ্যাসে পরিনত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগ প্রার্থী হাবিব আহসানের পক্ষে গণজোয়ার শুরু হয়েছে। বিএনপির প্রার্থীর নামে সন্ত্রাসী কর্মকান্ডের বহু অভিযোগ থাকায় তিনি গ্রহণযোগ্য হতে পারেননি বলেও মন্তব্য করেন বাহাউদ্দিন নাসিম।
তিনি আরও বলেন, দলের ভেতরেই তিনি গ্রহণযোগ্য নন। তাই পরাজয় নিশ্চিত জেনে আগে থেকেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছে ফখরুল ইসলাম আলমগীর। উপ নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য জনগনের প্রতি আহ্ববান জানান তিনি।