নারায়নগঞ্জ বন্দরের ফুলহর এলাকায় স্কুল-মাদরাসার সামনে কৃষকের জমি দখল করে স্থানীয় এক ছাত্রলীগ নেতা গড়ে তুলেছে অবৈধ ইটভাটা। অবৈধ ইটভাটার বায়ু দুষণে পবিবেশ রক্ষার্থে মঙ্গলবার সকালে ফুলহর হাজী রিয়জউদ্দিন জান্নাত কওমি মাদরাসার সামনে এক সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী মৃত শফুরউদ্দিন মেম্বারের পরিবার ও এলাকাবাসী। সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের উপস্থিতিতে ভূক্তভোগী পরিবারের ভাড়াটিয়া বাড়িতে হানা ও ব্যাপক তল্লাসি চালায় ধামগড় ফাঁড়ির পুলিশ। এসময় ইন্সপেক্টর আজিজুল হক মৃত শফরউদ্দিন মেম্বারের ছেলে আমির হোসেনের বিরুদ্ধে পুরনো দুইটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বললেও পরে তিনি কোনো কোনো গ্রেপ্তারি পরোয়ানা প্রমান পত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। এ,এইচ,বি ব্রিক ফিল্ড নামের অবৈধ ইটভাটার মালিক স্থানীয় ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান অহিদের পক্ষ নিয়ে পুলিশ হয়রানি করে আসছে বলে এলাকাবাসী ও ভূক্তভোগী আমির হোসেনের পরিবারের অভিযোগ।
সংবাদ সম্মেলনে মৃত শফরউদ্দিন মেম্বারের দুই ছেলে নজরুল ইসলাম ও নরুল ইসলাম জানান, নাসিক ২৭ নং ওয়ার্ডের মদনপুর ফুলহর গ্রামের মৃত হানিফ দারোয়ানের ছেলে স্থানীয় ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান অহিদ ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী রিয়াজউদ্দিন জান্নাত কওমি মাদরাসার সামনে ঢাকা- মদনপুর মদনগঞ্জ সড়কের পাশের্^ আমাদের পৈত্তিক সম্পত্তি সাড়ে ৭৪ শতাংশ কৃষি জমিসহ অন্যান্য কৃষকের ফসলি জমি দখল করে গড়ে তুলে অবৈধ ইটভাটা । ওই ইটভাটার বায়ু দুষণে পবিবেশ ঝুকিতে পড়ে এলাকাবাসী ও স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা। গত দুই বছর ধরে অহিদ জোর পূর্বক সাড়ে ৭৪ শতাংশ জমি দখল করে ইটভাটায় নিয়ে গেছে। ইটভাটা থেকে জমি উদ্ধারের জন্য উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সকলের সহযোগীতা কামনা করেন ভূক্তভোগী কৃষক পরিবার ও এলাকাবাসী।
সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের উপস্থিতিতে ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আজিজুল হক ভূক্তভোগী পরিবারের ভাড়াটিয়া বাড়িতে হানা দিয়ে পাঁচ তলা বিল্ডিং তছনছ করে। এসময় উপস্থিত সাংবাদিকরা ভুক্তভোগীদের বাড়িতে তল্লাসি করার বিষয়ে জানতে চাইলে ইন্সপেক্টর আজিজুল হক জানান, পুরনো দুইটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে মৃত শফরউদ্দিন মেম্বারের ছেলে আমির হোসেনের বিরুদ্ধে। তাই আমির হোসেনকে খোঁজা হচ্ছে। কিন্তু ইন্সপেক্টর আজিজুল হক গ্রেপ্তারি পরোয়ানা কোনো প্রমান পত্র দেখাতে পারেনি।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুদ্দীন ভূঁইয়া জানান, অবৈধ ইটভাটার বায়ু দুষণ ও দখলি জমি উদ্ধারে সংবাদ সম্মেলনের বিষয়টি আমার জানা নেই। তবে ফুলহর গ্রামের মৃতশফরউদ্দিন মেম্বারের ছেলে আমির হোসেনের বিরুদ্ধে দুইটি পুরনো মামলার ওয়ারেন্ট রয়েছে। আমির হোসেন বাড়িতে অবস্থান করছিল। এ খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালানো হয়।