৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:১৪ মিনিট
ঋতু : গ্রীষ্মকাল | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম :
যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক অবশেষে জানা গেল কলকাতার কোথায় আছেন ওবায়দুল কাদের মোনাজাতে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদলেন লাখো মানুষ মদনপুরে ছাত্র-  হত্যাকারী ওহিদের বাড়িতে নারায়ণগঞ্জ বিএনপি’র শীর্ষ নেতাদের মিলন মেলা ?  নিখোঁজের ৫ দিন পর সিরাজুল ইসলাম নামের ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার  বিএনপির আড়ালে সক্রিয় আওয়ামী লীগ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! বেইমানি করেছে সবাই, আল্লাহর সাহায্য চাইছে গাজাবাসী গাজায় গণহত্যা সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ মার্চে আসা রেমিট্যান্সে ভাঙল সব রেকর্ড গাজাবাসীর সমর্থনে হরতালের ডাক সারজিসের ড. ইউনূস ও বিমসটেক- সম্মেলন দক্ষিণ এশিয়ার নতুন শক্তি বাংলাদেশ ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র……………. এমপি ঘোষণার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হিরো আলম প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানান তারেক রহমান র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৬ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার গত একসপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় ২৭০ শিশু নিহত… স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে………… গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে : নাহিদ চট্টগ্রামে শিশু বলাৎকার, শিক্ষক আটক-এন সিটি নিউজ২৪.কম

ট্রাম্প না বাইডেন- কে এখন সহজে জিততে পারবেন

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো জয়ী প্রেসিডেন্টের নাম জানা যায়নি। যে ১৬ কোটির বেশি আমেরিকান নাগরিক ভোট দিয়েছেন, তাদের অনেকের ভোট এখনো গণনা করা হচ্ছে। তবে একটা চিত্র দাঁড়াচ্ছে বটে। একদিকে ডোনাল্ড ট্রাম্প নিজের বিজয় দাবি করছেন, অন্যদিকে গতকালই ‘বিজয়ের পথে আছি’ বলে ঘোষণা দেন তার ডেমোক্র্যাট চ্যালেঞ্জার জো বাইডেন।

ট্রাম্প আবার তার নির্বাচনী প্রতিপক্ষের দিকে অভিযোগের তীর ছুড়ে বলেছেন যে নির্বাচনে প্রতারণার আশ্রয় নিয়েছেন বাইডেন। একের পর এক টুইট করে চলেছেন ট্রাম্প। তবে টুইটার কর্তৃপক্ষ অবশ্য এসব টুইট বিতর্কিত ও বিভ্রান্তি ছড়াতে পারে বলে সতর্ক করেছে। ভোট কারচুপির এ অভিযোগও এখন মূল বিষয় নয়। এখনো লাখ লাখ ব্যালট গণনা চলছে। বাইডেন মিশিগান জিতে নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের মিডিয়ার ইঙ্গিত, বাইডেন উইসকনসিনও জিতে নেবেন। এখন বাকি চারটি রাজ্য- অ্যারিজোনা, নেভাডা, জর্জিয়া ও পেনসিলভানিয়া। বিবিসির পাওয়া তথ্য অনুযায়ী, এখন বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোট আছে ২৪৩টি, আর ট্রাম্পের ২১৪টি। তবে জিততে হবে ২৭০টি- তাহলেই খুলে যাবে হোয়াইট হাউসের দরজা। যেভাবে বাইডেন জিততে পারেন
সহজ কথা হচ্ছে, এখন অ্যারিজোনা, নেভাডা এবং উইসকনসিন রাজ্যে এগিয়ে আছে বাইডেন- এটা ধরে রাখতে পারলেই যথেষ্ট তার জয়ের জন্য। মিশিগানের ডেট্রয়েটের ভোটগুলো বেশিরভাগই পড়েছে ডেমোক্র্যাটদের পক্ষে। সেখানে পোস্টাল ভোটেই এগিয়ে গেছেন বাইডেন। অ্যারিজোনায় এখনো পোস্টাল ভোট গণনা শেষ হয়নি। তবে সেখানে স্থিতিশীল একটি লিড আছে বাইডেনের। নেভাডায় দুজনের মধ্যে পার্থক্য খুবই কম, ব্যবধান মাত্র কয়েক হাজার ভোটের। এখানে নির্বাচনের দিনের ভোট পড়েছে ট্রাম্পের পক্ষে, আর পোস্টাল ব্যালটের ভোট বাইডেনের পক্ষে। ট্রাম্প যেভাবে জিততে পারেন
যেসব জায়গায় ট্রাম্প এগিয়ে আছেন, তাকে সেসব জায়গায় এই লিড ধরে রাখতে হবে। বিশেষত, পেনসিলভানিয়া ও জর্জিয়া রাজ্যে। এখন পর্যন্ত বাইডেন যেসব রাজ্যে এগিয়ে আছেন, সেসবের অন্তত একটি রাজ্যে রিপাবলিকানদের জয় দরকার। নেভাডায় ভোটের ব্যবধান খুবই কম। এই স্টেটে ফলাফল ট্রাম্পের পক্ষে নিয়ে আসতে তাকে হয়তো খুব বেশি বেগ পেতে হবে না। যেসব পোস্টাল ভোট দেরিতে এসেছে, সেগুলো যদি ট্রাম্পের পক্ষে থাকে, তা হলে বর্তমান পূর্বাভাস ঘুরতে সময় লাগবে না। উইসকনসিনে ট্রাম্প পিছিয়ে আছেন। পেনসিলভানিয়া ও জর্জিয়া এখন পর্যন্ত বর্তমান প্রেসিডেন্টের শেষ ভরসার স্থান। কিন্তু কেবল এসব স্টেটে জয়ই তার হোয়াইট হাউস ধরে রাখা নিশ্চিত করতে পারবে না। এর কারণ জর্জিয়ার আটলান্টার ভোট গণনা বাকি- এই কাউন্টিতে সাধারণত ডেমোক্র্যাট ভোট বেশি পড়ে। অন্যদিকে, পেনসিলভানিয়ায় লাখ লাখ ভোট গণনা বাকি রয়েছে। উইসকনসিন ও মিশিগানে বাইডেন এগিয়ে আছেন। এখন যদি পেনসিলভানিয়া জিতে যেতে পারেন, তবে অ্যারিজোনা ও নেভাডায় হেরে গেলেও তার খুব বেশি সমস্যা হবে না। ট্রাম্পের যখন জয় ছাড়া কোনো উপায় নেই, তখন বাইডেনের হাতে রয়েছে নানা বিকল্প।  আদালত পর্যন্তও গড়াতে পারে
বাইডেন যখন দাবি করছেন যে তিনি জয়ের পথে রয়েছেন, তখন ট্রাম্প ভোট জালিয়াতি এবং ব্যালট চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগ এনে বলেছেন যে তিনি এ ব্যাপারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। বিবিসির উত্তর আমেরিকা সংবাদদাতা অ্যান্টনি যুরকার বলছেন, যে দুঃস্বপ্নের পরিস্থিতির আশঙ্কা অনেকেই করছিলেন, সেটিই এখন বাস্তবের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে, যা বিরোধীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করবে এবং দেশকে একটা দীর্ঘ ও তিক্ত আইনি লড়াইয়ের দিকে নিয়ে যাবে। প্রচারণার সময় গত কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আসছিলেন যে নির্বাচনী ফলের ব্যবধান যদি খুব কম হয়, তা হলে তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ আনবেন। বুধবার সকালে তিনি প্রমাণ করলেন যে তার সেই হুঁশিয়ারি শুধু মুখের কথা ছিল না, সেটাকে তিনি কাজে পরিণত করতে চান। কয়েক লাখ বৈধ ব্যালট গণনা বাকি থাকতেই তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করেন।
খবর বিবিসি