স্টাফ রিপোর্টারঃ বন্দর ২১নং ওয়ার্ড এলাকায় নাসিকের রাস্তা নির্মাণ কাজে বাধা দেওয়া ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে বন্দর এনায়েতনগর এলাকার মৃত ইউনুস আলী দেওয়ানের পুত্র কামরুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের ও নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। বুধবার ৪ ই নভেম্বর সকাল ১১ ঘটিকায় কাউন্সিলর হান্নান সরকার শাহীমসজিদ এলাকায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এছাড়া গত সোমবার (২ নভেম্বর) রাতে বন্দর থানায় কামরুলের বিরুদ্ধে অভিযোগ করেন বলে জানান। কাউন্সিলর হান্নান সংবাদ সম্মেলনে জানান,অভিযুক্ত কামরুল বন্দরের এনায়েতনগর এলাকার মৃত ইউনুস আলী দেওয়ানের ছেলে। কামরুল পূর্ব শত্রুতা বশতঃ গত ১ নভেম্বর ফেসবুকে তার বিরুদ্ধে মানহানিকর,ভূমিদস্যু, অর্থ আত্মসাৎকারী বলে প্রচার করে। এছাড়া তিনজনের উপস্থিতিতে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। একা পেলে তাকে জীবনের মত শেষ করে দেয়া হবে এই বলে হুমকি দেয়। এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে মামলা দিয়ে হয়রানি করা হবে বলেও তাকে হুমকি দেয়া হয়। হান্নান সরকার আরো বলেন, সিটি কর্পোরেশনের রাস্তা নির্মাণ করতে জায়গা না ছেড়ে উল্টো আমাকে প্রাণনাশের হুমকি দেয় কামরুল। এছাড়াও আমার নামে ফেসবুকে কামরুল যে অপপ্রচার চালিয়েছে আমি সেটি আইনগতভাবে মোকাবেলা করবো। চাইলেই কারোর নামে মিথ্যা প্রচারণা চালাবে,তাকে তো ছেড়ে দেওয়া যায় না। আমি প্রয়োজনে আইসিটি আইনে মামলা করবো। আপনারা সাংবাদিকরা ও থানা প্রশাসন কাছে আবেদন জানাই আপনারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এই দুর্ধর্ষ সন্ত্রাসী কামরুলের ব্যাপারে পদক্ষেপ নিবেন।