নারায়ণগঞ্জের সোনারগঁয়ের মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এসময় আদালতে ২ আসামী উপস্থিত ছিলেন, পলাতন ছিলো একজন। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ (২য়) আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত হলেন, সেলিম মিয়া, বিমান ও হালিম মিয়া।
রাষ্টপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর জাসমীন আহম্মেদ জানান, ২০০৯ সালের ২০ এপ্রিল ভোরে বাড়ি থেকে বের হয়ে আর সে বাসায় ফেরেনি। পরে দিন সোনারগাঁয়ে মেঘনা নদীতে থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা হযরত আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলার আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমান অনাধায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।