বন্দরে ১২ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে কল্যান্দী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এলাকাবাসী হাতে নাতে ধর্ষককে আটক করে ৯৯৯ কল দেয়। পরে বন্দর থানা পুলিশ মো. কামাল হোসেন (২৭) নামের একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কামাল হোসেন বরিশাল সদর আগৈলঝাড়া এলাকার মৃত সেকান্দার ব্যাপারীর ছেলে। কল্যান্দী শাহাবুদ্দিন খন্দকারের বাড়ি ভাড়াটিয়া।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার কলাগাছিয়া ইউপির কল্যান্দী গ্রামের রিকশা চালকের প্রতিবন্ধী শিশু মেয়ে (১২) কে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো পাশ্ববর্তী কল্যান্দী গ্রামের শাহাবুদ্দিন খন্দকারের বাড়ি ভাড়াটিয়া মো. কামাল হোসেন। এ নিয়ে ওই প্রতিবন্ধী শিশুর সঙ্গে দেড় বৎসর আগেও শারিরীক সম্পর্কের অভিযোগ উঠে। পরে স্থানীয় সালিশগনের মাধ্যমে এক মিমাংশা হয়। মঙ্গলবার সন্ধ্যার পর শিশুকে বাড়িতে একা পেয়ে কামাল তাকে নানা প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী আম বাগানে নিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে। এ সময় শিশু চিৎকার চেঁচা মেচি শুরু করলে এলাকাববাসী ছুটে এসে ধর্ষক কামালকে হাতে নাতে আটক করে। পরে ৯৯৯ কল দিয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক কামালকে গ্রেপ্তার করে থানা নিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুদ্দীন ভূঁইয়া জানান, ঘটনার পরপর প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে আ ভিকটিমকে মেডিকেল পরিক্ষার জন্য ভিক্টোরিয়া পাসপাতালে পাঠানো হয়। আসামীকে আদালতে প্রেরণ করা হয়।