বন্দরে দিন মজুরকে পিটিয়ে চোখ উপঢ়ে ফেলার চেষ্টায় ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । আহত বাদল মিয়া সন্ত্রাসী মোল্লা বাবুর নামে এ অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে বন্দরের ২১নং ওয়ার্ডস্থ এনায়েতনগর এলাকায় গতসঙ্গলবার ২৭ অক্টোবর সন্ধ্যায়। আহত বাদল মিয়া নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বন্দর থানায় অভিযোগ করেন।
আহত বাদল মিয়া ও এলাকাবাসীর জানায়, এনায়েতনগর এলাকার জাহাঙ্গির হোসেনের ছেলে মোল্লা বাবু আমার জায়গা অবৈধভাবে ভড়াট করে জোড়পূর্বক দখলের চেষ্টা করে। বাধা দেওয়ায় সে আমাকে পিটিয়ে আহত সহ চোখ উপঢ়ে ফেলার চেষ্টা করে। এছাড়া নগদটাকা সহ মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। মোল্লা বাবু একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যার চেষ্টাসহ একাধীক মামলা রয়েছে। মোল্লা বাবুকে গ্রেফতারসহ আইনগতব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে এলাকাবাসী।