খেলার মাঠে মারা গেলেন ক্রীড়া সাংবাদিক মোস্তাক আহমেদ খান। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৫৫ বছর বয়সী এই ক্রীড়া সাংবাদিক।
মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেন তিনি। যেখানে ব্যাডমিন্টন ইভেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ছিলেন বিডি স্পোর্টস টোয়েন্টি ফোর ডট কমের এই ক্রীড়া সাংবাদিক। এবারের আসরেও এককে রানারআপ হন মোস্তাক আহমেদ খান। দ্বৈতের ইভেন্টে খেলার সময় হঠাৎ করে কোর্টে পরে যান তিনি। এরপর দুটি হাসপাতালে নেয়া হলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। মৃত্যুকালে ২ ছেলে আর ১ মেয়ে রেখে গেছেন তিনি।