দেশে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরছেন।
চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক গণমাধ্যমকে জানান, আমি এখন সুস্থ। জ্বর নেই, অন্যান্য সমস্যাগুলোও এখন স্বাভাবিক। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবো। দেড় মাস এখানে (সিঙ্গাপুর) রয়েছি। মনটা দেশে পড়ে রয়েছে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য একটি কার্গো বামানে করে সিঙ্গাপুর যান তিনি। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারুক। সেখানে তার যক্ষ্মা রোগ ধরা পড়ে। সুস্থ হয়ে সপ্তাহখানেক আগেই হাসপাতাল ছাড়েন তিনি। প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসক তাকে দেশে ফেরার অনুমতি দিয়েছেন।