রাখাইনে সংঘাতের অবসান এবং রোহিঙ্গা ও বাস্তুচ্যুত অন্য শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে পদক্ষেপ নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচির সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে আরো বলা হয়, মিয়ানমারে গণতান্ত্রিক সংস্কার, মানবিক ত্রাণ কার্যক্রম ও আগামী মাসে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র।