ফ্রান্সের বিরুদ্ধে সরকারকে আনুষ্ঠানিক নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সকালে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে এক কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দেন তারা। নিন্দা জানানো না হলে ২৯শে অক্টোবর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে তারা।
এ সময় ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান চরমোনাই পীর।
ইসলাম ও মহানবীকে অবমাননার জন্য ফ্রান্সের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। একইসঙ্গে ওআইসিতে ফ্রান্সে বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার পাশাপাশি দেশটির পণ্য বর্জনের আহ্বানও জানান তারা।