করোনা সংকটে নারায়ণগঞ্জে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা মমতাময়ী মা উপাধি পাওয়া সালমা ওসমান লিপি আবারও অসুস্থ হওয়ায় তার কর্মী সমর্থক বা শুভাকাঙ্ক্ষীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
অসুস্থ স্ত্রী সালমা ওসমান লিপির জন্য আবারো নারায়ণগঞ্জ তথা দেশবাসীর কাছে দোয়া ভিক্ষা চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে তিনি বলেন, গত তিন মাস ধরে আমি ছাড়া পরিবারের সকল সদস্যই অসুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন। আমি মনে করি মহান আল্লাহ সুবানাতালা আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমি সবার দোয়া ভিক্ষা চাই।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মীনী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান লিপি ওসমানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাদ জুম্মা নামাযের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যেগে বন্দর কদম রসুল দরগাহ মসজিদ, ইস্পাহানি বড় জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, বাগবাড়ি জামে মসজিদ, নবীগঞ্জ টি হোসেন জামে মসজিদ, নবীগঞ্জ কবরস্থানস্থ বাগে জান্নাত জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জনাবা সালমা ওসমান লিপি, সহ ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনায় মহান আল্লাহ্ তা’লার নিকট দোয়া প্রার্থণা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা সিরাজ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কমল, সাবেক ২৩ নং ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি জাকির প্রধান, শ্রমিক লীগ নেতা রিপন প্রধান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম, মহানগর ছাত্রলীগ নেতা অপু তালুকদার সহ এলাকাস্থ তরুণ ও যুব সমাজ।