২০ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণায় ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণায় ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ২০ নং ওয়ার্ডের মামুদনগর ও বেপারী পাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে এ কমিটি গঠন করা হয়। শুক্রবার ৩ ডিসেম্বর বিকেলে মামুদনগর শাহজাদী মাদ্রাসা ও এতিমখানা মিলনায়তনে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সালামের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। মামুদনগর এলাকার সমাজসেবক ও ব্যবসায়ী আওলাদ হোসেন পোকা কে আহ্বায়ক করে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী নির্বাচনে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণায় এ কমিটি যথাযথ ভূমিকা রাখবে বলে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেছেন ।কমিটি ঘোষণার পূর্বে সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সালাম এলাকার কবরবাসীর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর এর জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহবান করেন ।এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টির নেতা সানাউল্লাহ শানু, ব্যবসায়ী রেজাউল করিম ,হাজী মুরাদ হোসেন, লাল বাদশা, জহির মুন্সী, খোরশেদ আলম, নুর ইসলাম , শহিদুল্লাহ প্রমূখ ।অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবক মোহাম্মদ সানাউল্লাহ হাবিব ।