২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার | রাত ৩:১৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বেইমানি করেছে সবাই, আল্লাহর সাহায্য চাইছে গাজাবাসী গাজায় গণহত্যা সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ মার্চে আসা রেমিট্যান্সে ভাঙল সব রেকর্ড গাজাবাসীর সমর্থনে হরতালের ডাক সারজিসের ড. ইউনূস ও বিমসটেক- সম্মেলন দক্ষিণ এশিয়ার নতুন শক্তি বাংলাদেশ ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র……………. এমপি ঘোষণার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হিরো আলম প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানান তারেক রহমান র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৬ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার গত একসপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় ২৭০ শিশু নিহত… স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে………… গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে : নাহিদ চট্টগ্রামে শিশু বলাৎকার, শিক্ষক আটক-এন সিটি নিউজ২৪.কম চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে প্রধান উপদেষ্টা-এন সিটিনিউজ২৪.কম একাত্তর আর চব্বিশের পার্থক্য আকাশ-পাতাল : মোমিন মেহেদী-এন সিটিনিউজ২৪ টঙ্গীবাড়ীতে মহান স্বাধীনতা দিবস পালিত-এন সিটি নিউজ২৪.কম মুন্সীগঞ্জ জেলা কমিটি অনুমোদন জিসপ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ-্এন সিটি নিউজ২৪ ২০১৩ সাল ছিল আ.লীগের হত্যার মহোৎসব : প্রেস সচিব মিষ্টি জান্নাত ——————–

২০২৪ সালে রেকর্ড সংখ্যক সাংবাদিক হত্যা করেছে ইসরাইল

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | আপডেট: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

২০২৪ সালে রেকর্ড সংখ্যক  সাংবাদিক হত্যা করা হয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি নিহত হয়েছেন ইসরাইলের হাতে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) বার্ষিক রিপোর্টে এ তথ্য জানানো হয়। বুধবার সিপিজে জানায়, গত বছর ১৮টি দেশে কমপক্ষে ১২৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, তিন দশকেরও বেশি সময় আগে থেকে এ বিষয়ে রেকর্ড রাখা শুরু করে তারা। তার পর থেকে  গত বছরই ছিলো সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক বছর। এর আগে সবচেয়ে মারাত্মক বছর ছিলো ২০০৭ সাল। ওই বছর ১১৩ জন সাংবাদিক হত্যা করা হয়। এর মধ্যে বেশির ভাগ নিহত হন ইরাকের যুদ্ধকে কেন্দ্র করে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।  সিপিজের প্রধান জোডি গিন্সবার্গ বলেন, সিপিজের ইতিহাসে বর্তমান সময় সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক। সিপিজের রিপোর্টে বলা হয়, ২০২৪ সালে অন্তত ৮৫ জন সাংবাদিক ইসরাইলি সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৮২ জনই ছিলেন ফিলিস্তিনি। এদিকে ইসরাইলের বিরুদ্ধে ওই সকল হত্যা তদন্তে বাধা দেয়ার অভিযোগ করেছে সিপিজে। সাংবাদিকদের মৃত্যুতে তাদেরকেই দোষারোপ করা ও নিজেদের সেনাবাহিনীর বিরুদ্ধে এতগুলো সংবাদকর্মী হত্যার দায়ে কোনো প্রকার পদক্ষেপ না নেয়ার মতো অভিযোগ এনেছে। সিপিজের ওই রিপোর্ট অনুযায়ী গত বছর সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে সুদান ও পাকিস্তান। দুটি দেশেই ৬ জন করে সাংবাদিক হত্যা করা হয়েছে।

ওই রিপোর্টে আরো বলা হয়, ২৪ জন সাংবাদিককে তাদের কাজের জন্য ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। ওই ২৪ সাংবাদিকের মধ্যে ১০ জন ইসরাইলি সেনাবাহিনীর হাতে গাজা ও লেবাননে নিহত হয়েছেন। বাকি ১৪ জন হাইতি, মেক্সিকো, মোজাম্বিক, পাকিস্তান, মিয়ানমার, ইরাক, ইরান, সুদান ও ভারতে হত্যার শিকার হয়েছেন। ৪৩ জন ফ্রিল্যান্স সাংবাদিক প্রাণ হারিয়েছেন। যা গত বছরের মোট হিসাব থেকে ৩৫ শতাংশ বেশি। এর মধ্যে ৩১ জনই ফিলিস্তিনি। তারা গাজা থেকে রিপোর্ট করতেন। উল্লেখ্য, গাজায় আন্তর্জাতিক মিডিয়াকে বার বার বাধাগ্রস্ত করে এসেছে ইসরাইলি বাহিনী। ফলশ্রুতিতে ফিলিস্তিনিরাই সেখান থেকে রিপোর্টিং করেন। ২০২৫ সালেও সাংবাদিকদের বিরুদ্ধে ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞ চলমান আছে। খান ইউনিসে  এ বছর ৬ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে আহমেদ আল-শায়াহ অন্যতম।
মানবজমিন থেকে….