হেফাজত নেতা মামুনুল হক নারী সহ সোনারগাঁও রিসোর্টে অবরুদ্ধ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম–মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কক্ষে নারী নিয়ে অবস্থানকালে অবরুদ্ধ রয়েছেন বলে জানা গেছে।
শনিবার(৩ এপ্রিল) বিকেলে সোনারগাঁ রয়েল রিসোর্টে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখে। এক পর্যায়ে নারীর পরিচয় জানতে চাইলে বিবাহিত স্ত্রী বলে দাবি করেন হেফাজত নেতা মামুনুল হক।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এছাড়া যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছে।
এদিকে গণমাধ্যম কর্মীরা ছবি ও ভিডিও ধারন করতে গেলে মামুনুল হক মামলা করার হুমকি দিয়েছেন।
হেফাজত নেতা মামুনুল হককে কতিপয় নারী সহ অবরুদ্ধ করার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, নারীর পরিচয় নিশ্চিত ও ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে