কে এম ইউছুফ : হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকার একটি মার্কেটের তিনতলায় কাজ করার সময় হাইভোল্টেজ বিদ্যুৎলাইনের সংস্পর্শে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত ছেলেটির নাম ইমন (২০), উপজেলার ফতেপুর ইউনিয়নের আলাওল দিঘীর পাড় এলাকায় তার বাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানান- হাটহাজারী পৌরসদর বাসস্ট্যান্ডস্থ ক্লাসিক থাই এ্যালুমিনিয়াম এন্ড এস এস দোকানের কর্মচারী ইমন দোকান ভবনের তিনতলায় উঠে সাইন বোর্ড লাগাচ্ছিলো। এসময় মার্কেটের পাশ ঘেষে যাওয়া ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনে আকস্মিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় সে। বিকট আওয়াজের পর জ্বলন্ত শরীর নিচে পড়ে ছটফট করছে দেখতে পান স্থানীয়রা। গুরুতর আহত ইমনকে উদ্ধার করে প্রথমে পার্শ্ববতি একটি ক্লিনিকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এবিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন- পরিবারের ইচ্ছেনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই ইমনের লাশ দাফন করা হয়েছে।