সড়ক যেন অপরাধীদের কবলে ! এ যেন মরন ফাঁদ!! মদনপুর -মদনগঞ্জ সড়ক|| পুলিশী টহল বৃদ্ধির আশ্বাস ওসির…
নিজস্ব সংবাদদাতা // বন্দরের মদনপুর থেকে মদনগঞ্জ সড়কে রাত হলেই বাড়ছে ডাকাত আতঙ্ক। বন্দরের মদনপুর -মদনগঞ্জ সড়ক যেন এক অপরাধের অভ্যরায়ন্যে পরিনত হয়েছে। দিনের সময় এ সড়কে মানুষ চলাচলে স্বাভাবিক হলেও দৃশ্যপটের পরিবর্তন ঘটে রাত হলেই। রাত যত গভীর হয় এ সড়কে ততটা মানুষ বা যান চলাচলে হুমকির মুখে থাকে। প্রতি রাতেই সড়কের প্রায় ১০ কি:লি’র মধ্যে ছিনতাই, ডাকাতির মত ঘটনা অহরহ ঘটছে। প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই, ডাকাতির মত ঘটনা।
বিশেষ করে ছাত্র জনতার বৈষম্যের বিরোধী আন্দোলনের সময় হতে এ ঘটনা আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে।
প্রশাসনের ধীরগতি ও অভিযান না থাকার সুযোগটিকে ভালভাবে ব্যবহার করছে চক্রটি।
সূত্র মতে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সবচেয়ে ব্যস্ততম ও প্রধান সড়ক হচ্ছে মদনপুর থেকে মদনগঞ্জ সড়ক। এ সড়কটির সাথে উপজেলার ৫টি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডের সংযোগ রয়েছে। গেলো কয়েক বছর ধরে রাত ১০টার পর থেকে ভোর পর্যন্ত অহরহ এ সড়কের রামনগরের মাথা থেকে তালতলা স্ট্যান্ড পর্যন্ত ট্রাক, সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিক্সায় ডাকাতির ঘটনা ঘটে যাচ্ছে। বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল হতে আকিজ এগ্রো ফিড কোম্পানি হয়ে সমর ক্ষেত্র ৭১র’ মাঠ পর্যন্ত রাস্তা মানুষের জন্য রীতিমতো মরন ফাঁদ।
রাত বাড়লেই যাত্রীসাধারণ ও ছোট ছোট যানবাহনের চালকদের কাছে এ সড়কটি একটি আতঙ্কের জনপদে পরিণত হয়। গত শীত মৌসুমে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বন্দর থানা পুলিশ কিছু ডাকাতকে গ্রেফতার করায় বেশ কিছুদিন ডাকাতের উপদ্রব বন্ধ ছিলো। কিন্তু গত কয়েকদিন যাবৎ এ সড়কে পুনরায় ডাকাতের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। প্রায় প্রতি রাতেই ডাকাতির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।
অটোরিক্সা চালক তুহিন জানান, ‘রাত ১০ টার পর মদনপুর স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আমরা ইস্পাহানী বাজারের পরে যেতে ভয় পাই। কারণ ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ করে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। বাধা দিলে তারা কুপিয়ে জখম করে। সোমবার ভোর আনুমানিক ৫টায় তালতলা থেকে মদনপুরগামী একটি অটোরিক্সা রামনগরের রাস্তার মাথায় আসলে উক্ত অটোরিক্সার ৩ মহিলা যাত্রীর কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এই অস্ত্রধারী ডাকাতদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি’।
এ বিষয়ে বন্দর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মুঠোফোনে জানান, ‘ডাকাতদের ধরতে অভিযান পরিচালনাসহ এ সড়কে পুলিশের টহল জোরদার করা হবে’।