নারায়নগঞ্জ সোনারগায়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের কাঁচি’র আঘাতে মারা গেছেন বড় ভাই। এসময় ছোট ভাইও মারাত্মক আহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের ইলারদী গ্রামের এই ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান জামান (৪০) ইলারদী গ্রামের মহাবত মিস্ত্রির বড় ছেলে। আহত ছোট ভাই খোকন মিয়া (৩৫) হাসপাতালে ভর্তি রয়েছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দেশিয় অস্ত্র নিয়ে মারামাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে বড় ভাই নুরুজ্জামানকে লোহার বককাঁচি দিয়ে আঘাত করে ছোট ভাই খোকন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। অপরদিকে আহত ছোট ভাই খোকনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।