নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সোনারগাঁয়ে প্রায় শতাধিক গণভোজের আয়োজন পরিদর্শণ করেছেন সোনারগাঁও উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সকাল ৮টায় কাঁচপুর ইউনিয়ন যুবলীগের প্রধান কার্যালয়ের সম্মুখে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সমবেত নেতা-কর্মীদের নিয়ে এ আয়োজন শুরু হয় যা পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পরিদর্শণের মাধ্যমে শেষ হয়। এ সময় সাবেক এমপি কায়সার দুস্থদের মধ্যে খবার বিতরণ করেন এবং সমবেত সকলকে নিয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে শরিক হোন। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, বর্তমান সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য ও সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম খাঁন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আঃ মান্নান মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা সহ যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।