নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজারের একটি ইলেকট্রিক ও স্যানেটারী দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিক আজিজুল জানান, রবিবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান এনসিটি নিউজ২৪কে জানায় , সময়মত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে না আনলে আশপাশের আরও অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার সম্ভাবনা ছিলো।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।