নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাঃ বিরু’র সমর্থনকারীদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন।
বুধবার(১৫ আগষ্ট) সকালে ডাঃ রিরু’র সমার্থক নেতৃবৃন্দ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁও যাদুঘরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুলেল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নুরজাহান, উপজেলা সাবেক স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, সাদিপুর ছাত্রলীগের সভাপতি ও প্যানেল চেয়ারম্যান আল আমিন।