সোনাকান্দা কিল্লা জামে মসজিদের ইমাম নিয়ে সৃষ্ট জটিলতায় তদন্ত কমিটির মসজিদ পরিদর্শন
বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে ঐতিহ্যবাহী সোনাকান্দা কিল্লা জামে মসজিদের ইমামকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় মুতাওয়াল্লির অভিযোগের প্রেক্ষিতে বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সদস্য তদন্ত কমিটি উক্ত মসজিদে পরিদর্শন করেন এবং মতোয়াল্লী কমিটির ব্যক্তিবর্গ ও মুসল্লীদের সাথে আলাপ-আলোচনা করেন। শুক্রবার ১২ই মার্চ সকাল ১১ টায় বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ হতে বন্দর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর তদন্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শন করে। এদিকে, সোনাকান্দা কিল্লা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ বয়ানের কারণে নানা মতপাথর্ক্যের সৃষ্টি হয়েছে মসজিদ কমিটির মধ্যে। দায়িত্বরত কমিটি বর্তমান ইমাম হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহকে গত ২৯ জানুয়ারী মৌখিকভাবে সতর্ক করে। কিন্তু তার কর্মকান্ড থেকে সরে না আসায় গত ৭ ফেব্রুয়ারী লিখিতভাবে ইমামকে মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। কিন্তু স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যাক্তিদের ছত্রছায়ায় অবৈধভাবে মসজিদে এখনও অবস্থা করছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর প্রেক্ষিতে বন্দরের সোনাকান্দা সরদারবাড়ী এলাকার মৃত আহামদ মিয়ার ছেলে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি মো. এবাদুল্লাহ এর পক্ষে এডভোকেট মো. ফরহাদ মিয়া গত ২৫ ফেব্রুয়ারী হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহকে ”উকিল নোটিশ” পাঠিয়েছেন। তবে উকিল নোটিশের বিষয় সরাসরি অস্বিকার করেছেন সোনাকান্দা কিল্লা জামে মসজিদের উন্নয়ন কমিটির সভাপতি মো. এবাদুল্লাহ। তিনি জানান, এ বিষয় আমি অবগত নই, কে বা কারা দিয়েছে আমার নাম করে তা আমি জানি না। তবে উকিল নোটিশ আমি পাঠাইনি। উকিল নোটিশে উল্লেখ করা হয়েছে, উপরোক্ত বিষয় সহ অত্র নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে মসজিদ কমিটির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মসজিদ থেকে চলে যাবেন। ইহাতে ব্যর্থ হলে আপনাকে নিয়ে পরিস্থিতি অবনতি হলে তার সমস্ত দায়িত্ব আপনাকেই বহন করিতে হবে। স্থানীয় ভাবে আইন শৃংখলা অবনতির কারণে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ দেশে পরিচালিত আইনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে বাধ্য হবে। অপর দিকে, সোনাকান্দা ঐতিহ্যবাহী কিল্লা জামে মসজিদের হাফেজ মাওলা মুফতি সাইফুল্লাহকে অব্যাহতি চেয়ে এবং এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে সরকারি বিভিন্ন দপ্তরে স্মারক লিপি দিয়েছেন মসজিদের উন্নয়ন কমিটি ও ওলামা পরিষদ।