সৌদি আরবের তায়েফে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন বাংলাদেশি মারা গেছেন। মঙ্গলবার একটি পানির ট্যাংক ভেতরে পরিষ্কার করতে গিয়ে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতের লাশ স্থানীয় তায়েফ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত তিন বাংলাদেশি হলেন, মুহাম্মদ লিটন, মো. ফয়সাল ও মেহেদী। তাদের মধ্যে ফয়সাল ও মেহেদীর বাড়ি চাঁদপুর এবং মুহাম্মদ লিটনের বাড়ি কুমিল্লায়।
জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ কাউন্সিলর মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের ইচ্ছা অনুযায়ী সৌদি আরবের আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে প্রেরণ অথবা স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান আমিনুল ইসলাম।