সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ার গাছা মহল্লায় বোরকা পড়ে বেলাল হোসেন (৪৯) নামে এক ব্যবসায়িকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ওই মহল্লার মৃতঃ জয়নাল আবেদিনের ছেলে। এ অভিনব কায়দায় খুনের ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত ব্যবসায়ী গত শুক্রবার বিকেলে মোকাম থেকে তার নিজ বাড়িতে আসে এবং সন্ধ্যা রাতে স্থানীয় বাজারে চা খেতে যায়। সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে বোরকা পড়িহিত অবস্থায় ৩ দূর্বৃত্ত তাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাবসায়ী কারণে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনও সংশ্লিষ্ট থানায় কোন মামলা হয়নি বলে তিনি উল্লেখ করেন।