ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ট্রাক-কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই রেজাউল একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ও পাঁচজন। দুপুর ২টায় শিমরাইল এলাকায় ইউটার্নে এ ঘটনাটি ঘটে। সে নরসিংদী জেলার কান্দাপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। দুর্ঘটনায় দুটি প্রাইভেটকার, দুটি পিক-আপ ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্থ হয়। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাফিক পুলিশের এটিএসআই বাহার উদ্দিন জানান, শিমরাইল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় ট্রাক, কভাডভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ১জন নিহত ও আহত পাঁচজন। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।