বাংলাদেশে অগ্নিকাণ্ডের প্রধান তিনটি কারণের মধ্যে সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত টুকরো থেকে আগুন লাগার ঘটনা অন্যতম একটি কারণ বলে এক গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এই ঘটনা থেকে ২০২১ ও ২০২২ সালে ৭ হাজার ৭১টি অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪৮ কোটি ৫ লাখ টাকার ক্ষতি হওয়ার তথ্যও গবেষণা প্রতিবেদনে উঠে আসে।বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত ‘রেস্টুরেন্টে ধূমপানের জন্য নির্ধারিত স্থান: জনস্বাস্থ্য হুমকিতে: গবেষণা প্রতিবেদন প্রকাশ’ অনুষ্ঠানে এসব তথ্য জানান টিসিআরসি’র প্রজেক্ট ম্যানেজার ফারহানা জামান লিজা।
যৌথভাবে এই গবেষণাটি চালিয়েছে, এইড ফাউন্ডেশন, বিএনটিটিপি, বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাস্, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, মানস্, নাটাব, ডাব্লিউবিবি ট্রাস্ট এবং টিসিআরসি।গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ফারহানা জামান লিজা বলেন, ২০২১ ও ২০২২ সালে বাংলাদেশে যত অগ্নিকাণ্ড ঘটে তার প্রধান তিনটি কারণের একটি হলো সিগারেটের ফেলে দেওয়া জ্বলন্ত টুকরো থেকে আগুন লাগার ঘটনা।তিনি বলেন, ২০২১ সালে শুধু বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরো থেকে ৩ হাজার ১৯৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে এই হার মোট অগ্নিকাণ্ডের ১৪ দশমিক ৭৮ শতাংশ। এতে ক্ষতি হয়েছে ১৩ কোটি ৪১ লাখ টাকা।২০২২ সালে একই কারণে ৩ হাজার ৮৭৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা মোট অগ্নিকাণ্ডের তুলনায় ১৬ দশমিক ০৮ শতাংশ। ক্ষতি হয়েছে ৩৪ কোটি ৬৪ লাখ টাকার বেশি। এছাড়াও বিগত ৫ বছরে বিড়ি-সিগারেট থেকে ১৭ হাজার ৭৯৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।