গরম ভাতের সাথে একেবারে আয়োজন ছাড়া হাতের কাছের কয়টা শুকনা মরিচ দিয়েই দারুণ এক রেসিপি সম্ভব। সেটা মরিচ ভর্তা। শুকনা মরিচ ভর্তা। মাছ মাংস বা শাকসবজির পাশাপাশি কেবল মরিচ দিয়েই দারুণ স্বাদে খাওয়া সম্ভব। জেনে নেয় যাক খুঁটিনাটি।উপকরণ
১. শুকনা মরিচ – ৮ টি২. পেঁয়াজ কুচি – হাফ কাপ৩. দেশী রসুন – ২ কোয়া ( কিচি করে কাটা )৪. লবণ – স্বাদমতো৫. সরিষার তেল – ১ টে. চামচপ্রণালী১. কড়াইয়ে সামান্য্ সরিষার তেল দিয়ে শুকনা মরিচ গুলো ভেজে নিন২. একটি প্লেটে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে ভাল করে ভর্তা বানিয়ে নিন।৩. এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন।