বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং তাঁর স্ত্রী বিশিষ্ট আইনজীবী নাহিদ সুলতানা যুথি আজ ১৫/০২/২০২১ইং, সোমবার সকাল ১০টায়, রাজধানীর মহাখালীতে অবস্থিত শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কোভিড-১৯ করোনা ভ্যাকসিন নিয়েছেন।
ভ্যাকসিন গ্রহণ শেষে শেখ ফজলে শামস্ পরশ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন-রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণে অনেক দেশের আগেই আমরা করোনার ভ্যাকসিন পেয়েছি। কোন প্রকার অপ-প্রচার গুজবে কান না দিয়ে পরিবার ও দেশের মানুষের সুরক্ষার স্বার্থে সবাই করোনার ভ্যাকসিন গ্রহণ করুন। আমরাও ভ্যাকসিন নিয়েছি এখানে ভয়ের কিছুই নেই, তবে ভ্যাকসিন গ্রহণের পরেও মাস্ক পরিধান অব্যাহত রাখুন।