এবার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবার মাদার তেরেসা সম্মাননা পেলেন ফতুল্লা মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুর কাদের পিপিএম। গত শুক্রবার বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খান কামাল, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবপীরজাদা শহিদুল হারুন, আমার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক লায়ন মীযানুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য এর আগে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের (পিপিএম)। ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম) এর কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় পুরুষ্কার ঘোষণা করা হয়। ওয়ারেন্ট তামিল, অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস, মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলার উন্নতি অব্যাহত রাখায় মঞ্জুর কাদেরকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।