সামছুল আলম……
নারায়নগঞ্জ বন্দরের মদনপুর ইউনিয়ন এর ফুলহর এলাকার মৃত হাজী শরাফত আলী মম্বারের সম্পত্তি যা পাঁচটি দাগরে মোট সাড়ে ৭৪.৫০ শতাংশ ফসলি জমি জোরর্পূবক দখল করে ইটভাটা ¯’াপন করার অভেিযাগ উঠেেছ কথতি যুবলীগরে নামধারী নতো অহদিুজ্জামান অহিদ গংদের বিরুদ্ধে ।
তথ্যসূত্রে জানা যায়, মদনপুর এলাকার মৃত শরাফত আলী মম্বোর ফুলহর মৌজায় ৭৪.৫০ ফসলি জমি রেেখ যান। উক্ত জমি সমূহ শরাফত আলী মম্বোর এর পুত্র নুরুল ইসলাম প্রায় ১০ বছর র্পূবে আহসানউল্লাহ নামরে এক ব্যাক্তেিক ভাড়া প্রদান করনে। উক্ত জমরি ভাড়ার চুক্তরি মেয়াদকাল প্রায় ৪বছর আগইে শষে হয়।পরর্বতীতে উক্ত ভূমি সমূহ প্রকৃত মালকি পক্ষরে সাথে আলোচনা কিংবা চুক্তি না করইে আহসান উল্লাহর কাছ থেেক নিয়ে অহিদ, আমজাদ, আইয়ুব আলী মম্বোর গংরা নিয়ে বলে জানা যায়৷ এছাড়াও উক্ত ভুমির প্রকৃত মালকিগদের বভিন্নি ভাবে ভয়ভীতি ও হুমকি প্রর্দশন করে আসছে ভূমদিস্যু অহিদ গংরা।
ভূমদিস্যুদরে হাত থেেক পত্রৈকি সম্পত্তি ফিরে পেতে মৃত শরাফত আলী মম্বোর এর পুত্র আমির হোসনে সরকারি বভিন্নি দফতরে অহিদ গংদরে বিরুদ্ধে লিখিত আবেদন করেন।
অপরদিকে সরকারী ভাবে ইট প্রস্তুত ও ভাটা ¯’াপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর (চ) এর ৫নং এ প্রনীত অধ্যাদশে এ উল্লখ্যে আছে যে রেলপথ, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্টান এর ১ কিলোমিটার এর মধ্যে কোন ইটভাটা ¯’াপন করা যাবে না।
অথচ অহিদের ইটভাটা থেেক মাত্র ২০০ গজ দূরেই ফুলহর প্রাথমকি বদ্যিালয়টি।