শোক সংবাদ
বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরউদ্দিন আর নেই
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার বীর মুক্তিযোদ্ধা ও মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ নূরউদ্দিন শুক্রবার ভোরে লক্ষণখোলার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নাল্লিাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী একছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা ২নং ঢাকেশ্বরী এলাকায় জানাজা শেষে লক্ষণখোলা কবরস্থানে রাষ্ট্রীয় মযাদায় লাশ দাফন করা হয়। প্রথমে পুলিশ বাহিনীর একটি চৌকস দল রাষ্টীয় মর্যাদায় সালাম প্রদর্শন করেন। এর আগে কফিনের গায়ে জাতীয় পতাকা চড়িয়ে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা। নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সামসুল হুদাসহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী জানাজায় অংশগ্রহণ করেন।