বিকেল ৩টা ৪০ মিনিটে জানাজা শেষে পিআইবির মহাপরিচালক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি শাহ আলমগীরের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি যখন ভেপু বাজিয়ে প্রেস ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছিলো তখন শত শত সহকর্মীর চোখে জল। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত নবীন-প্রবীণ গণমাধ্যমকর্মীদের অকৃত্রিম ভালবাসা ও শ্রদ্ধায় সিক্ত হন মিডিয়া অঙ্গনে ‘ভালো মানুষ’হিসেবে সর্বজনস্বীকৃত প্রবীণ সংবাদিক শাহ আলমগীর।