রাস্তা ভেসে যাচ্ছে লাল রংয়ের পানিতে। তার মধ্যে দিয়েই চলছে গাড়ি-বাইক। হেঁটে পারাপার করছেন সাধারণ মানুষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এরকমই কয়েকটি ছবি এবং ভিডিও। যা দেখার পর অবাক নেটিজেনরা। অনেকে ভয়ও পেয়ে যান। কীভাবে পানিতে এমন লাল হয়ে গেল? এমন প্রশ্নই করছেন অনেকে।
জানা গেছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার পেকালোংগান গ্রামে এই দৃশ্য সামনে এসেছে। যেখানে রাস্তা ডুবে গিয়েছে লাল পানিতে। তার মধ্যে দিয়েই সাধারণ মানুষ যাতায়াত করছেন। যাচ্ছে বাইক-গাড়ি-স্কুটি। কিন্তু নেটদুনিয়ায় এই ছবি দেখে অনেকে আঁতকে ওঠেন। কেউ প্রশ্ন করেন, জলের রং লাল হল কীভাবে? কেউ আবার প্রশ্ন করেন, পানিতে কী রক্ত মিশেছে?