লকডাউন চলাকালে দেশের সব দোকান ও মার্কেট বন্ধ থাকবে। আজ (রোববার) এক সরকারি নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে। অবশ্য স্বাস্থ্যবিধি মেলে চালু থাকলে অনলাইন সেলস।
এছাড়া খাদ্য সামগ্রীর বাজার ও মুদি দোকান সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। শ্রমিকদের নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করে খোলা রাখা হবে কারখানা ও ইন্ডাস্ট্রিগুলো। করোনাভাইরাস পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় সরকার দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন আরোপ করেছে। সেই লকডাউন আগামীকাল সোমবার থেকে শুরু হবে।