র্যাব-৩’র অভিযানে ফেন্সিডিল ও গাজাঁ উদ্ধার,আটক-৩
নারায়ণগঞ্জ বন্দরে বিশেষ অভিযানে ২’শ ৪৩ বোতল ফেন্সিডিল ও ২২ কেজি গাজাঁসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৩(টিকাটুলি)। গত বৃহস্পতিবার ১১ মার্চ সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কস্থ মালিবাগ ক্যাসল সি-রিসোর্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হচ্ছে কুমিল্লা জেলার মুড়িচং থানাধীণ বারেশ^র গ্রামের মৃত চারু মিয়ার ছেলে নুর ইসলাম(৩৮),একই জেলার ব্রাম্মনপাড়া থানাধীণ জিরুইন গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইয়াসিন(২০),একই জেলার কুতোয়ালী থানাধীণ চম্পল নগর গ্রামের আঃ সামাদের ছেলে সাজ্জাদ হোসেন(৩৮)।
এ ব্যাপারে বন্দর থানায় র্যাব-৩’র এসআই জামাল হোসেন বাদী হয়ে মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে,গতকাল বৃহস্পতিবার ১১মার্চ সন্ধ্যায় টিকাটুলি র্যাব-৩’র এসআই জামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোসসর্হ মাদকের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কস্থ মালিবাগ ক্যাসল সি-রিসোর্টের সামনে ৩ মাদক কারবারির গতিবিধি সন্দেহ হলে আটক করে। পরে তাদের দেহ তল্লাশীকালে ২’শ ৪৩ বোতল ফেন্সিডিল ও ২২ কেজি গাজাঁসহ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের শুক্রবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।