র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ৩০ জুন ২০২২ খ্রিষ্টাব্দ সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ বশির হাসান (২০) এবং ২। মোঃ আশিক (২২)। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে উল্লিখিত মাদকদ্রব্য ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়।