রূপগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের
বিরুদ্ধে অবস্থান কর্মসূচি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা রেজাউল করিম, শ্রমিকদল নেতা কাজী কনক, বিএনপি নেতা গোলাম মোস্তফা, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল সভাপতি ইয়াছিন মিয়া, যুবদল নেতা ওসমান গনি, ছাত্রদল নেতা ইমরান হাসান হৃদয়, শাহ আলম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা ইলিয়াস ভুঁইয়া, মোমেন ভুঁইয়া, নাঈম খান, ইউনিয়ন শ্রমিকদল নেতা দেওয়ান ছাদেক, নুরুল হক প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমরা রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজদের নৈরাজ্য ঠেকাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ করেন।
উল্লেখ্য, রূপগঞ্জ ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে ঢাকা-সিলেট মহাসড়কের ৮ লেনের মধ্যে ৬ লেন হকাররা দখলে নিয়ে ব্যবসা করছেন। পুলিশ, যুবদল, ছাত্রদল ও সন্ত্রাসীরা এসব ফুটপাত ও সড়ক দখল করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক ২০০ টাকা করে চাঁদা আদায় করছে। প্রতিদিন প্রায় ২ লাখ টাকা চাঁদা আদায় করা হচ্ছে বলে স্থাণীয়রা জানান। মহাসড়ক দখল করে ব্যবসা প্রতিষ্ঠান বসানোর কারণে চরম যানজটসহ দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ ও যাত্রীরা। এসব দুর্ভোগ নিধনে প্রশাসনের উধ্বর্তন মহলের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।