৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১১:৫২ মিনিট
ঋতু : গ্রীষ্মকাল | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম :
যুদ্ধ বন্ধের দাবিতে নতুনধারার গণস্বাক্ষর ও উঠান বৈঠক অবশেষে জানা গেল কলকাতার কোথায় আছেন ওবায়দুল কাদের মোনাজাতে ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে কাঁদলেন লাখো মানুষ মদনপুরে ছাত্র-  হত্যাকারী ওহিদের বাড়িতে নারায়ণগঞ্জ বিএনপি’র শীর্ষ নেতাদের মিলন মেলা ?  নিখোঁজের ৫ দিন পর সিরাজুল ইসলাম নামের ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার  বিএনপির আড়ালে সক্রিয় আওয়ামী লীগ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! বেইমানি করেছে সবাই, আল্লাহর সাহায্য চাইছে গাজাবাসী গাজায় গণহত্যা সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ মার্চে আসা রেমিট্যান্সে ভাঙল সব রেকর্ড গাজাবাসীর সমর্থনে হরতালের ডাক সারজিসের ড. ইউনূস ও বিমসটেক- সম্মেলন দক্ষিণ এশিয়ার নতুন শক্তি বাংলাদেশ ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র……………. এমপি ঘোষণার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হিরো আলম প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানান তারেক রহমান র‌্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৬ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা : জিএমপি কমিশনার গত একসপ্তাহে গাজায় ইসরায়েলি হামলায় ২৭০ শিশু নিহত… স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে………… গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে : নাহিদ চট্টগ্রামে শিশু বলাৎকার, শিক্ষক আটক-এন সিটি নিউজ২৪.কম

রাশিয়ান বিজ্ঞানীদের দাবি রোগ প্রতিরোধে সাড়া দিয়েছে রাশিয়ার টিকা

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ | আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করছেন বিশ্বের মধ্যে তাদের তৈরি করা ‘প্রথম করোনা ভাইরাসের টিকা’ রোগ প্রতিরোধে সাড়া দিয়েছে। যেসব অংশগ্রহণকারীর ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছিল তাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে কোনোই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মেডিকেল জার্নাল দ্য ল্যানচেটে তাদের এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, আগস্টে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য করোনা ভাইরাসের টিকা অনুমোদন বা লাইসেন্স দেয় রাশিয়া। স্পুটনিক যুগের সঙ্গে তুলনা করে এই টিকার নাম রাখা হয় ‘স্পুটনিক-ভি’। করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা উৎপাদনে তারাই প্রথম বলে দাবি করে।

একই সঙ্গে এই টিকা স্থানীয়ভাবে ব্যবহারের অনুমতি দেয়া হয়। প্রথমেই এই টিকা প্রয়োগ করা হয় প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের এক মেয়ের ওপর। কিন্তু সারা বিশ্বের বিজ্ঞানীরা এখনও রাশিয়ার এই টিকার অনুমোদন দেন নি। কারণ, এর কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে সামান্যই পরীক্ষা করা হয়েছে এবং এর সামান্যই বিশ্ব সম্প্রদায়কে জানানো হয়েছে। ফলে রাশিয়ার এত দ্রæত টিকা আবিষ্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক পশ্চিমা বিশেষজ্ঞ। কিন্তু সমালোচকদের জবাবে এই টিকার কার্যকারিতা নিয়ে ভূয়সী প্রশংসা করেছে মস্কো। গত মাসে এই টিকার ব্যাপক প্রশংসা করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনিই ঘোষণা দিয়েছেন যে, তার এক মেয়ের ওপর প্রয়োগ করা হয়েছে এই টিকা।
দ্য ল্যানচেট বলছে, জুন ও জুলাই মাসে স্পুটনিক-ভি এর দু’দফা পরীক্ষা করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই সুস্বাস্থ্যের অধিকারী ৩৮ জন স্বেচ্ছাসেবককে বেছে নেয়া হয়। তাদেরকে দেয়া হয় এই টিকা। এর তিন সপ্তাহ পরে তাদেরকে দেয়া হয় একটি করে বুস্টার ভ্যাক্সিন। এসব স্বেচ্ছাসেবকের বয়স ১৯ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের ওপর টিকা প্রয়োগ করার পর ৪২ দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়। তিন সপ্তাহের মধ্যে তাদের সবার শরীরে এন্টিবডি তৈরি হওয়া শুরু হয়। এক্ষেত্রে সবচেয়ে কমন যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে তার মধ্যে রয়েছে মাথাব্যথা এবং জয়েন্টে ব্যথা। তবে দীর্ঘ মেয়াদে নিরাপদ ও কার্যকারিতার জন্য আরো পর্যবেক্ষণ প্রয়োজন বলে মনে করা হয়। এই টিকার তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হবে ৪০ হাজার মানুষের ওপর। তাদের বয়স হবে বিভিন্ন। সাধারণ ঠান্ডা সৃষ্টিকারী এডেনোভাইরাসথেকে তৈরি করা হয়েছে রাশিয়ান এই টিকা।