তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ দল। প্রথম পাওয়ার প্লেতেই ৬২ রান করে ফেলেছিল টাইগাররা। কিন্তু তিন ওভারের মধ্যে দুই ওপেনার বিদায়ে হঠাৎই চাপে পড়ে গেল সফরকারীরা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৭ রান। ক্যারিয়ারের ৫৫তম ফিফটি হাঁকিয়ে ৪৫ বলে ৫০ রান করে আউট হয়েছেন তামিম। এনামুল বিজয়ের ব্যাট থেকে এসেছে ২৫ বলে ২০ রান।
ফিফটি হাঁকিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দিলেও, এরপর বেশিক্ষণ উইকেটে থাকা হয়নি তামিমের। ইনিংসের ১১তম ওভারে বড় বাউন্ডারির দিকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়ে গেছেন দেশসেরা এই ওপেনার।এক ওভার পর নাজমুল হোসেন শান্তর স্ট্রেইট ড্রাইভ বোলার তানাকা চিভাঙ্গার হাতে লেগে ভেঙে যায় ননস্ট্রাইক প্রান্তের স্টাম্প। তখন ক্রিজের বাইরে ছিলেন বিজয়। ফলে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হতে হয় বিজয়কে।