বার্ষিক যৌথ সামরিক মহড়া আয়োজন করলে তার মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে। মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষমতাধর কর্মকর্তা কিম ইয়ো জং এ হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি দেশটির সর্বোচ্চ নেতা ও ওয়ার্কাস পার্টির প্রধান কিম জং উনের বোন। ধারণা করা হয় কিম জং উনের পরে তিনিই উত্তর কোরিয়ার সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। এ খবর দিয়েছে বার্তা সংস্থ রয়টার্স।
খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বড় ধরণের যৌথ মহড়া শুরু করতে যাচ্ছে। এই মহড়া নিয়ে দুই কোরিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা যাচ্ছে। এর আগে গত জুলাই মাসে দুই পক্ষের মধ্যে হটলাইন চালু করা হয়েছিল। তবে পরিস্থিতি আবারও খারাপের দিকে যাচ্ছে।