দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপের জলসীমায় অনুপ্রবেশের পর যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে চীন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ স্প্রাটলি দ্বীপের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছিল।
পিপলস লিবারেশন আর্মির দক্ষিণ থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এই কর্মকাণ্ড চীনের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব মারাত্মকভাবে লঙ্ঘন করেছে।’আল-জাজিরার খবরে বলা হয়েছে, ক্রুজ মিসাইল বহনে সক্ষম যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস চ্যান্সেলর্সভাইল সম্প্রতি তাইওয়ান প্রণালিতে নোঙর করা হয়। চীনের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।সমগ্র দক্ষিণ চীন সাগরের ওপর মালিকানা দাবি করে আসছে চীন। তবে ২০১৬ সালের একটি আন্তর্জাতিক আদালত চীনের দাবি প্রত্যাখান করেছে। আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত অবজ্ঞা করে সাগরে কৃত্রিম দ্বীপ তৈরিসহ সামরিক কর্মকাণ্ড বাড়িয়েছে চীন।