যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন
বন্দর প্রতিনিধি // নারায়ণগঞ্জ বন্দরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।সূর্যদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বুধবার (১৭ মার্চ)সকাল থেকে উপজেলা প্রশাসন নানা আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন পালন করে।শুরুতেই মহান মুক্তিযুদ্ধে আত্নত্যাগ করা সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় প্রশাসন,পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা ও যুবকদের মধ্যে চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শুক্লা সরকার।
পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর স্মৃতিচারন করেন বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ।
তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শের ইতিহাস তুলে ধরতে অনুরোধ করেন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ লতিফ,সহকারী কমিশনার(ভুমি)আসমা সুলতানা নাসরিন, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার সাহা, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,সালিমা সান্তা,প্রানী সম্পদ অফিসার ডা.ফারুক আহমদ,বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন প্রমুখ