সুখবর দিলেন বলিউড জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠি। জানালেন মেয়ে আথিয়া শেঠির বিয়ের খবর। ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে প্রেমে মজেছিলেন সুনীল কন্যা। বিয়ের আগে থেকেই মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকছেন তারা। তবে ভক্তরা তাদের প্রিয় জুটিকে বিয়ের পিঁড়িতে দেখার আশায় রয়েছেন।সম্প্রতি ইটাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল বলেন, রাহুল ও আথিয়া দুজনেই তাদের বিয়ে নিয়ে ভাবছেন। তবে বিয়ে একদিনেই হয় না। তার জন্য সময় ও প্রস্তুতির প্রয়োজন। কিন্তু রাহুলের একাধিক সফর রয়েছে। এশিয়া কাপ, বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকা সফর, অস্ট্রেলিয়া সফর। বাচ্চারা ছুটি পেলেই বিয়ে হবে। তাই বিয়ে করার জন্য দরকার লম্বা ছুটি। তিনি আরও বলেন, ম্যাচের মধ্যে মাত্র দুই দিনের বিরতিতে বিয়ে করা সম্ভব না। সময় হলেই বিয়ের পরিকল্পনা করা হবে।
২০২১ সালে অহন শেঠির প্রথম সিনেমা ‘তারাব’ এর প্রিমিয়ারে রাহুলের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে এনেছিল আথিয়া। এর আগে ইটাইমস নিশ্চিত করেছিল যে তাদের বিয়ে সম্ভবত ২০২৩ সালের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।