মেয়র আইভী’র মাতা মমতাজ বেগম’র রুহের মাগফেরাত কামনায় ২২নং ওয়ার্ডে দোয়া
নারায়ণগঞ্জের পৌর পিতা প্রয়াত আলী আহম্মদ চুনকা’র সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগমের রুহের মাগফেরাত কামনায় নাসিক ২২নং ওয়ার্ডে মহানগর যুবলীগ নেতা হিমেল খান এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়। সোমবার ৯ আগষ্ট বাদ যোহর বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শহর যুবলীগের সেক্রেটারী আহাম্মদ আলী রেজা উজ্জল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, ২২,২৩,২৪ সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, কাজী নাসির আহমেদ, জেলা আওয়ামীলীগ এর সদস্য ইউসুফ ভূইঁয়া ননী, মহানগর যুবলীগের সহ সভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোতাবিল,এডভোকেট মাজহারুল ইসলাম পাভেল, আওয়ামী লীগ নেতা লাইক সিদ্দিক বাবু, যুবলীগ নেতা শরীফ হীরা,মিয়া মোহাম্মদ নয়নসহ প্রমূখ।