বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। আমাদের বন্দর উপজেলার প্রতিটি ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যানদের নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মুছাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ণে বর্তমান চেয়ারম্যান মাকসুদ হোসেনের প্রয়োজন। আপনাদের ইউনিয়ন বাসীর উন্নয়নে মাকসুদ চেয়ারম্যানকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। সামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়কে এ এলাকার শিক্ষা খাতে উন্নয়নের লক্ষে বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে গড়ে তোলা হবে।শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে মুছাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা সাংসদ একেএম সেলিম ওসমান এসব কথা বলেন। শুক্রবার বিকেলে মুছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি। সোনার বাংলা গড়তে আমাকে নারায়নগঞ্জ ৫ আসনে আমাকে উন্নয়নের জন্য পুনরায় ৭ টি ইউনিয়নের চেয়ারম্যানদের উপহার দিন।
মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশীদ। আরও উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী এম এ সালাম, ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মাকসুদ চেয়ারম্যানের সহধর্মিণী নার্গিস মাকসুদ, ধামগড় ইউপি নারী সদস্য সখিনা মোর্শেদ প্রমূখ।
এসময় সাংসদ সেলিম ওসমান আরও বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বইছে।সকলের সহযোগীতায় আমার উপজেলার প্রতিটি ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত করবো।আপনারা চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতা করে পাশে থাকুন।তাদের ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দেশের উন্নয়ণে এগিয়ে আসুন।