মিস ইউনিভার্স’-এর মুকুট জিতেছেন ভারতের হারনাজ সান্ধু। ফলে ২১ বছর পর আবারও ‘মিস ইউনিভার্স’র খেতাব ফিরল ভারতে। এবারও খেতাব জিতেছেন পাঞ্জাবি তরুণী।
India, tonight we will shine! #MissUniverse #70thMissUniverse pic.twitter.com/bC4HXVJyAi
— Harnaaz Kaur Sandhu (@HarnaazSandhu03) December 12, 2021
এর আগে ২০০০ সালে এ খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। তার আগে জিতেছিলেন সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ হলেন।
Finally the great day has come! I feel very fortunate to represent my beloved country, have no doubt that I will do my best to get the crown for India, that is the great goal of all, and today one of us will finally be able to fulfill it. #MissUniverse #MissIndia pic.twitter.com/JQ0xh1k49K
— Harnaaz Kaur Sandhu (@HarnaazSandhu03) December 12, 2021
রবিবার (১২ ডিসেম্বর) রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্সের আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।